মঙ্গলবার, ১৯ জানুয়ারী ২০২১, ০৫:২৮ পূর্বাহ্ন
মোঃ আয়ুব হোসেন পক্ষী,বেনাপোল(যশোর)প্রতিনিধি: যশোরের বেনাপোল সীমান্ত থেকে এক কেজি ২শ’ গ্রাম ওজনের ১২টি স্বর্ণেবারসহ আব্দুল রহিম (২০) নামে এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক আব্দুল রহিম বেনাপোলের পুটখালী পূর্বপাড়া গ্রামের ইউসুফের ছেলে।
বুধবার বিকালে বেনাপোল সীমান্তের পুটখালী পূর্ব পাড়া নামক স্থান থেকে তাকে আটক করে পুটখালী বিজিবি ক্যাম্পের সদস্যরা।
বিজিবি জানায়, গোপন খবর আসে পুটখালী পূর্ব পাড়া এলাকা দিয়ে ভারতে স্বর্ণের বার পাচার হচ্ছে। এই সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা সেখানে অভিযান চালালে তিনজনের একটি চোরাকারবারী দলের দেখা পেয়ে বিজিবি তাদের পিছু ধাওয়া করে। বিজিবি টহল দলের তাড়ায় চোরাচালানী দল পালানোর চেষ্টাকালে আব্দুল রহিম কে আটক করতে সক্ষম হয়। পরে তার শরীর তল্লাশি করে এক কেজি ২শ’গ্রাম ওজনের ১২টি স্বণের বার পাওয়া যায়। যার বাজার মূল্য প্রায় ৬০ লক্ষ টাকা।
২১ বর্ডার গার্ড ব্যাটালিয়ন বিজিবি’র অধিনায়ক ইমরান উল্লাহ সরকার জানান, আটককৃত আসামী ও স্বর্ণের বার বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।