শুক্রবার, ২২ জানুয়ারী ২০২১, ০৬:২৮ পূর্বাহ্ন
শেখ আমিনুর হোসেন, সাতক্ষীরা ব্যুরো চীফ: সাতক্ষীরায় দু’শত পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। বুধবার মধ্যরাতে সাতক্ষীরা শহরের বাঙ্গালের মোড়ের সংগ্রাম টাওয়ারের সামনে থেকে গোপন সংবাদের ভিত্তিতে দু’শত পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। আটককৃতরা হলো, আশাশুনি উপজেলার মধ্যএকশরা গ্রামের সামসুর রহমানের ছেলে কামাল হোসেন, সদরের খড়িবিলা এলাকার মুরাদ আলীর ছেলে শাহারিআর, সুলতানপুর এলাকার আব্দুর রহমানের ছেলে রবিউল ইসলাম। এ সময় তাদের কাছথেকে দুইশ পিছ ইয়াবা উদ্ধার করে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
জেলা গোয়েন্দা শাখার পরিদর্শক (তদন্ত) শাহারিআর হাসান জানান,গোপন সংবাদের ভিত্তিতে ইয়াবা বিক্রি হচ্ছে এমন খবর পেয়ে আমি সহ এস আই রিয়াদুল ইসলাম, মিজান, এ এস আই মাজেদ, রাজু আহম্মেদ ও মেহেদি হাসানকে সঙ্গে নিয়ে অভিযান চালিয়ে দুইশ পিচ ইয়াবা সহ তিন জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা করা হয়েছে।