মঙ্গলবার, ০২ মার্চ ২০২১, ০২:২৫ অপরাহ্ন
খবরের আলো :
দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে নবাবগঞ্জে জাতির জনক বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার ৭২ তম জন্মদিন পালন করা হয়েছে।
গত ২৮ শে সেপ্টেম্বর শুক্রবার দুপুর ২টায় উপজেলার ডাঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উপজেলা আওয়ামীলীগের আয়োজনে উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি আমির হোসেনর সভাপতিত্বে জাতির জনক বঙ্গবন্ধু কন্যা, শান্তির অগ্রদূত, উন্নয়ন ও দিনবদলের নেত্রী দেশরতœ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭২ তম জন্মদিনে আলোচনাসভা ও দোয়া অনুষ্ঠিত হয়।
আলোচনার সভা শেষে জন্মদিনের কেক কাটেন প্রধান অতিথি হিসাবে দিনাজপুর ৬ আসনের জাতীয় সংসদ সদস্য মো.শিবলী সাদিক এমপি।
আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্বপ্নপুরীর স্বত্বাধিকারী মো.দেলোয়ার হোসেন।
এসময় বিরামপুর উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি নাড়ু গোপাল কুন্ডু সাধারণ সম্পাদক মো.খায়রুল আলম রাজু, পৌর মেয়র মো.লিয়াকত আলী সরকার টুটুল,
হাকিমপুর উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি এমদাদুল হক সাধারণ সম্পাদক আব্দুর রহমান লিটন ঘোড়াঘাট উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রাফে খন্দকার শাহেন শাহা নবাবগঞ্জ উপজেলা আঃলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহ জিয়াউর রহমান মানিক,হাকিমপুর পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হারুনুর রশিদ হারুন, উপজেলা মহিলা লীগের সাধারণ সম্পাদক মোছা.পারুল বেগম ও ৪ উপজেলা আওয়ামীলীগসহ সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।