রবিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২১, ০৯:৫৬ অপরাহ্ন
খবরের আলো :
সমাজসেবা বা মানব কল্যাণের জন্য অনেকেই নিজের শরীরের বিভিন্ন অঙ্গদান করে থাকেন। কেউ চক্ষু দান করেন, কেউ কিডনি, কেউবা ফুসফুস।
কিন্তু এবার সাবেক বিগ বস প্রতিযোগী, মডেল, অভিনেত্রী ও রিয়েলিটি টেলিতারকা রাখি সায়ন্ত স্তনযুগল দান করার ঘোষণা দিলেন।
সংবাদমাধ্যম ডিএনএ জানিয়েছে, সম্প্রতি এই রিয়েলিটি তারকা একটি ভিডিওতে সমাজের কল্যাণে নিজের স্তনযুগল দান করার কথা জানান।
রাখি সায়ন্তর ভিডিওটি এখন অনলাইনে ভাইরাল। ভিডিওটিতে একজন অভিনেত্রীর চোখের প্রশংসা দিয়ে বক্তব্য শুরু করেন রাখি। রাখি বিস্ময় প্রকাশ করে বলেন, কীভাবে এই পৃথিবীর মানুষ ভালোবেসে ও সাহায্য করতে তাদের প্রত্যঙ্গ দান করেন।
রাখি বলেন, আমার শরীরের সবচেয়ে সুন্দর অঙ্গ হলো স্তন, আর আমি সেটা দান করে যেতে চাই। যদিও আমি ঠিক জানি না, কাকে এটা দিয়ে যাব। দেখা যাক, কাকে দিয়ে যেতে পারি।
এর আগে বলিউডে মরণোত্তর চক্ষুদান করেছেন ঐশ্বরিয়া রাই বচ্চন। ঐশ্বরিয়ার মতো আরো অনেক তারকাই মরণোত্তর অঙ্গদান করেছেন বলে জানা যায়। তাদের কথা স্মরণ করিয়ে দিয়েই রাখি তার স্তনযুগল দান করার কথা বলেন।
তবে এই ভিডিওর কমেন্ট বক্সে কিছু লোকজনের আক্রমণের মুখেও পড়তে হয়েছে এ অভিনেত্রীকে, যদিও কেউ কেউ তার চিন্তার প্রশংসা করেছেন। তবে বেশিরভাগই এ ভিডিওটিকে মজাস্বরূপ নিয়েছেন।