মঙ্গলবার, ০৫ জুলাই ২০২২, ০৩:১১ অপরাহ্ন
খবরের আলো :
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জনসভার অনুমতি পেয়েছে বিএনপি। আগামীকাল রোববার সোহরাওয়ার্দী উদ্যানে ২২ শর্তে বিএনপিকে জনসভার অনুমতি দেয়া হয়েছে। সমাবেশ বিকেল ৫টায় শেষ করার কথা বলা হয়েছে।
শনিবার দুপুরে ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে লিখিত অনুমতি দেয়া হয়।
এর আগে ঢাকা মহানগর পুলিশ কমিশনারের সঙ্গে বিএনপির দুই সদস্যের একটি প্রতিনিধি দল দেখা করে। এতে নেতৃত্ব দেন দলটির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। অন্যজন হলেন সহ সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ।
অনুমতি পাওয়ার বিষয়ে শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, সোহরাওয়ার্দী উদ্যানে আগামীকাল জনসভার অনুমতি পেয়েছি। বেলা ১২টায় আমাদের জনসভা শুরু হবে। সোহরাওয়ার্দী উদ্যানে জনভার জন্য ২২ শর্তে লিখিত অনুমতি পেয়েছি।