রবিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২১, ০৩:২৯ অপরাহ্ন
যশোর শহরের পুরাতন কসবা কাজীপাড়া এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে সোহাগ নামে একজনকে হত্যা করা হয়েছে। তবে কারা কী কারণে তাকে খুন করেছে তা এখনও জানা যায়নি।
শুক্রবার মধ্যরাতে কাজীপাড়ার আমতলায় এই ঘটনা ঘটে।
নিহত সোহাগ কাজীপাড়া এলাকার মৃত সিদ্দিকুর রহমানের ছেলে। সোহাগ ঠিকাদারি করতেন বলে জানা গেছে।
নিহতের ভাই সমরাজ সাংবাদিকদের জানান, শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে কাজীপাড়া আমতলায় মনি নামে এক ব্যক্তির বাড়ির সামনে অজ্ঞাত দুর্বৃত্তরা সোহাগকে ছুরিকাঘাত করে ফেলে রেখে যায়। খবর পেয়ে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। কিন্তু তার আগেই সোহাগের মৃত্যু হয়।
যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার কাজল মল্লিক জানান, রাত পৌনে একটার দিকে সোহাগকে হাসপাতালে আনা হয়। কিন্তু তার আগেই অতিরিক্ত রক্তক্ষরণে ওই যুবকের মৃত্যু হয়েছিল।
যশোর কোতয়ালি থানার কর্তব্যরত কর্মকর্তা এসআই শাহাজুল বলেন, তারা ঘটনা তদন্ত করার পাশাপাশি খুনি ধরতে অভিযান চালাচ্ছেন।