শনিবার, ২১ মে ২০২২, ০৩:২৩ পূর্বাহ্ন
জনি আহমেদ, চুয়াডাঙ্গা:
চুয়াডাঙ্গার নেহালপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আলিয়া খাতুন (৪০) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শুক্রবার (৩১ ডিসেম্বর) রাত ৯টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক আলিয়া খাতুনকে মৃত ঘোষণা করেন।
মৃত আলিয়া খাতুন চুয়াডাঙ্গা জেলার সদর উপজেলার দর্শনা নেহালপুর গ্রামের দক্ষিনপাড়ার ফরজ আলীর স্ত্রী।
এ বিষয়ে মৃত আলিয়া খাতুনের মেয়ে তানিয়া বলেন,
আমার মা এশার নামাজের জন্য ওযু করে ঘরে লাইট দিতে যায়। এ সময় হাত ভেজা থাকায় বিদ্যুতের সুইজের সাথে আটকে যায় হাত। তিনি আরো বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার পর মায়ের চিৎকার শুনে আমরা সবাই ঘরে এসে দেখি আমার মা মাটিতে পড়ে আছে। এসময় আমরা উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসি।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মাহবুবে খোদা বলেন, মৃত আলিয়া খাতুন হাসপাতালে আসার আগেই মৃত্যুবরণ করেছেন। বর্তমানে মৃত আলিয়া খাতুনের লাশ চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।