মঙ্গলবার, ১৯ জানুয়ারী ২০২১, ০৫:৩৯ পূর্বাহ্ন
নাগরিক ঐক্যের আহ্বায়ক ও জাতীয় ঐক্যফ্রন্ট নেতা মাহমুদুর রহমান মান্না বলেছেন, বেগম খালেদা জিয়াকে জেলে রেখে সুষ্ঠু নির্বাচন হবে না এ কথা সত্য। তাই বলে কি নির্বাচনে অংশ নেব না? অবশ্যই নির্বাচনে যাব এবং যুদ্ধ করে তাকে মুক্ত করবো।
শনিবার (২৪ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল আয়োজিত ‘৭১-এর মুক্তি্যুদ্ধ ও আজকের বাংলাদেশ, আসন্ন নির্বাচনে রণাঙ্গনের মুক্তিযোদ্ধাদের প্রত্যাশা এবং করণীয়’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
মান্না বলেন, এমন কৌশল প্রয়োগ করবো যাতে এবার একটা কিছু হবেই। এ সরকারকে আমরা দুই পয়সা দিয়েও বিশ্বাস করি না।
তিনি বলেন, সংলাপে আমাদের কোন দাবি মানা হয়নি। কিন্তু চাপ তো তৈরি হয়েছে। এ চাপ অব্যাহত রেখে মাঠে থেকে বিজয় নিশ্চত করে ঘরে ফিরবো।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন ২০ দলের মুখপাত্র ও এলডিপি সভাপতি কর্নেল অলি আহমেদ বীর বিক্রম। এছাড়াও আছেন বিএনপির ভাইসে চেয়ারম্যান মেজর হাফিজ উদ্দিন বীর বিক্রম, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডাঃ জাফর উল্লাহ, কল্যাণ পার্টির চেয়ারম্যান ও ২০ দলের শীর্ষ নেতা মেজর জেনারেল সৈয়দ ইব্রাহিম, বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা আব্দুস সালাম, কর্নেল মণিষ দেওয়ান প্রমুখ।