শীতের সকালে মিষ্টি রোদে খুনসুটিতে মেতে উঠেছে শিশু সিনথিয়া। শিশুর বাঁধভাঙ্গা আনন্দঘন মুহূর্তের দৃশ্য যেন মনমুগ্ধকর।
ছবিটি মঙ্গলবার রাজশাহীর মোহনপুর উপজেলার ধূরইল ইউনিয়নের ধূরইল গ্রামের বাসার ছাদে সোনা ঝরা মিষ্টি রোদে
শিশু সিনথিয়া রহমান তোহার নাচের প্রাক্টিস করার সময় তোলা।
লেখা ও ছবিঃ খালিদ হাসান মিলু, নওগাঁ