শনিবার, ২৩ জানুয়ারী ২০২১, ০২:৩৩ পূর্বাহ্ন
শেখ আমিনুর হোসেন, সাতক্ষীরা ব্যুরো চীফ: সাতক্ষীরার আশাশুনি উপজেলার চাকলায় কপোতাক্ষ নদের বেঁড়িবাধ ভেঙ্গে একটি গ্রামের নিম্মঞ্চাল অর্ধশতাধিক ছোট বড় মৎস্য ঘের প্লাবিত হয়েছে। শুক্রবার গভীর রাতে প্রতাপনগর ইউনিয়নের চাকলা গ্রামের হাইলরচর এলাকায় ১’শ হাত বেড়িঁবাধ ভেঙ্গে প্লাবিত হয়।
প্রতাপনগর ইউপি চেয়ারম্যান জাকির হাসান জানান, চাকলা বেঁড়িবাধটি দীর্ঘদিন জরাজীর্ন অবস্হায় ছিল। পানি উন্নয়ন বোর্ডকে বারবার বলা হলেও তারা কোন পদক্ষেপ নেননি। এক পর্যায়ে শুক্রবার গভীর রাতে কপোতাক্ষ নদীর প্রবল জোয়ারের চাপে বাঁধটি ভেঙ্গে যায়। এতে চাকলা গ্রামের নিম্মঞ্চল ও অর্ধশতাধিক মৎস্য ঘের প্লাবিত হয়।
তিনি আরও জানান, বেঁড়িবাধটি ভেঙ্গে যাওয়ার পর পানি উন্নয়ন বোর্ডকে বলা হলেও তারা এখনও পর্যন্ত বাধ সংস্কারে তেমন কোন ব্যবস্থা নেননি। বরং শনিবার সকাল থেকে স্হানীয় এলাকবাসিকে সাথে নিয়ে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে বেঁড়িবাধটি সংস্কারের কাজ চলছে।
আশাশুনি উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজা জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে, ক্ষতিগ্রস্ত এলাকায় কি পরিমান ক্ষয়ক্ষতি হয়েছে তা নিয়ে জেলা প্রশাসক বরাবর একটি চাহিদা পত্র পাঠানো হয়েছে। একই সাথে পানি উন্নয়ন বোর্ডকেও দ্রুত ব্যাবস্থা গ্রহনের জন্য বলা হয়েছে।