মঙ্গলবার, ০৫ জুলাই ২০২২, ০৩:৫৪ অপরাহ্ন
খবরের আলো :
রাজধানীর বসুন্ধরা কনভেনশন সিটির রাজদর্শন হলে বসতে যাচ্ছে সুন্দরীদের হাট। সেরা ১০ সুন্দরীর মাঝখান থেকে নির্বাচিত করা হবে এবারের মিস ওয়ার্ল্ড বাংলাদেশ। রোববার ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০১৮’ এর গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হবে।
এবার চূড়ান্ত পর্যায়ে উত্তীর্ণ ১০ প্রতিযোগী হচ্ছেন নিশাত নাওয়ার সালওয়া, মনজিরা বাশার, ইশরাত জাহান সাবরিন, স্মিতা টুম্পা বাড়ৈ, আফরিন সুলতানা লাবণী, সুমনা নাথ অনন্যা, নাজিবা বুশরা, জান্নাতুল মাওয়া, শিরীন শিলা এবং জান্নাতুল ফেরদৌস ঐশী।
তাদেরমধ্যে কে হচ্ছেন সেরা সুন্দরী, কে যাচ্ছেন চীনে অনুষ্ঠিত ‘মিস ওয়ার্ল্ড’ বিশ্ব আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে, তা নিয়ে চলছে জল্পনা।
এবারের আসরে মূল বিচারকের দায়িত্ব পালন করছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী শুভ্রদেব, মডেল ও অভিনেত্রী তারিন, মডেল ও অভিনেতা খালেদ সুজন, মডেল ইমি, ব্যারিস্টার ফারাবী। ফাইনালে আইকন বিচারক হিসেবে থাকছেন মাইলস ব্যান্ডের শাফিন আহমেদ, হামিন আহমেদ ও আনিসুল ইসলাম হিরু।
এবারও বাংলাদেশে এই প্রতিযোগিতার আয়োজন করেছেন অন্তর শোবিজ।
অনুষ্ঠানটি সরাসরি প্রচার করবে এটিএন বাংলা। অনুষ্ঠানটি উপস্থাপনার দায়িত্বে আছেন ডিজে সনিকা ও আরজে নিরব।