শনিবার, ২১ মে ২০২২, ০২:১৫ পূর্বাহ্ন
জনি আহমেদ, চুয়াডাঙ্গা:
ঢাকা থেকে ছেড়ে আসার পর জে.আর পরিবহন এর একটি বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় রকি (৩০) ও আলম (৩২) নামের মোটরসাইকেলের দুই আরোহী গুরুতর জখম হয়েছেন। রোববার (২৩ জানুয়ারী) জেলা শহরের হায়দারপুরে অবস্থিত বিজিবি হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে।
সে সময় আহত রকি ও আলমকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে স্থানীয়রা।
আহত রকি চুয়াডাঙ্গা সদর উপজেলার মোহাম্মদজুম্মা গ্রামের ফজলুর রহমানের ছেলে ও আলম ঝিনাইদহের কোটচাঁদপুরের ধোপাবিলা গ্রামের আব্দুল জলিলের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, রকি ও আলম মোটরসাইকলে চালিয়ে চুয়াডাঙ্গা থেকে সরোজগঞ্জের দিকে দিকে যাচ্ছিল। সে সময় ঢাকা থেকে ছেড়ে আসা জে.আর পরিবহন বিজিবি হাসপাতালের সামনে পৌঁছালে আহত ব্যক্তিদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল থেকে রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হয় রকি ও আলম।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে মোটরসাইকেল চালক রকির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকার পঙ্গুতে রেফার্ড করেন জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক উৎপল বিশ্বাস।