আসাম প্রতিনিধি, সুজন চক্রবর্তীঃ
আসাম রাজ্যের হাইলাকান্দি জেলার অন্তগর্ত কাটলিছড়া বিহারের উদ্যোগে পরমপ্রেমময় শ্রীশ্রীঠাকুর অনুকূল চন্দ্রের শ্রীমন্দির ও শ্রীবিগ্রহ দ্বাদশতম প্রতিষ্ঠা বার্ষিকী উৎসব উপলক্ষে অনলাইন সৎসঙ্গ প্রতিপালিত হয়। রবিবার সন্ধ্যা ৬টা ৩০মিনিটে এ উপলক্ষে বিনতি প্রার্থনা,বিশ্বশান্তি কামনায় নামজপ, শ্রীশ্রীঠাকুরের অমিয়গ্রন্থ পাঠ, সঙ্গীতানুষ্ঠান ও শ্রীশ্রীঠাকুরের দিব্যজীবন ও বানীর উপর ইষ্টপ্রসঙ্গসহ বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়। উক্ত অনলাইন সৎসঙ্গে সংঙ্গীত পরিবেশন করেন শ্রীমতি রুপালী পাল, শ্রীমতি মৃন্ময়ী মালাকার,শ্রীযুক্ত গোবিন্দ দেব, শ্রীযুক্ত দুলন দাস,শ্রীযুক্ত সন্দীপ বিশ্বাস, শ্রীযুক্ত অরুপ রায়। ইষ্টপ্রসঙ্গ আলোচনা করেন শ্রীযুক্ত পবিত্র দাস (এসপিআর,দেওঘর,)শ্রীযুক্ত ধর্মনারায়ণ প্রামানিক (সৎসঙ্গ মন্দির কর্মী),শ্রীযুক্ত বিমানকান্তি নাগ( অধ্যুর্য), শ্রীযুক্ত ডাঃ সুব্রত দে( এসপিআর)। উক্ত অনলাইন সৎসঙ্গটি পরিচালনা করেন শ্রীযুক্ত প্রমেশ রঞ্জন পাল। এই অনলাইন সৎসঙ্গে বিভিন্ন স্থান থেকে বিপুল ভক্তবৃন্দ অংশগ্রহন করেন।