সুজন চক্রবর্তী, আসামঃ
লতা মঙ্গেশকর করোনায় আক্রান্ত হয়ে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালের আইসিইউতে এক সপ্তাহের উপর ভর্তি। অনুরাগীদের চিন্তা বাড়িয়ে তাঁর নিউমোনিয়া ও ধরা পড়েছে। ফলে আপাতত আইসিইউতে রয়েছেন তিনি। সমগ্র পৃথিবীর সঙ্গীতের সরস্বতী লতা মঙ্গেশকরের জন্য প্রতিনিয়ত প্রার্থনা করছেন আপামর দেশবাসী। এর মধ্যে লতার চিকিৎসার জন্য অর্থ দান করলেন সত্যবান। লতার একনিষ্ঠ অনুরাগী মুম্বাইয়ের সত্যবান পেশায় অটোচালক। তাঁকে সরস্বতী মেনে তাঁর গানের লাইন নিজের অটোতে লিখে রেখেছে সত্যবান। কিংবদন্তির অসুস্থতার খবর শোনার পর থেকেই দিনরাত লতার আরোগ্য কামনায় জন্য চলছে তাঁর প্রার্থনা। এমনকি তাঁর অটোর বাইরে লতার আরোগ্য কামনা করে বার্তা লিখে রেখেছেন তিনি। অটো চালিয়ে তাঁর রোজগারের অর্থ লতার চিকিৎসার জন্য দান করেছেন সত্যবান।