আসাম প্রতিনিধি, সুজন চক্রবর্তীঃ
ভারতের ৭৩ তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে কঠোর নিরাপত্তা বলরের মাঝেও জম্মু কাশ্মীরে গ্রেনেড হামলার চাঞ্চল্যকর খবর পাওয়া গেছে। হামলায় অন্তত ৪ জন আহত হয়েছেন। এর মধ্যে তিনজন বেসামরিক নাগরিক ও একজন পুলিশ সদস্য। ভারতে প্রজাতন্ত্র দিবসের ঠিক আগের সন্ধ্যায় এ ঘটনাটি ঘটেছে। ভারতের নিরাপত্তা কতৃর্পক্ষ জানায়, মঙ্গলবার হরি সিং হাই স্ট্রিটে নিরাপত্তারক্ষীদের লক্ষ্য করে ওই গ্রেনেড নিক্ষেপ করে। তবে তা রাস্তার পাশে বিস্ফোরিত হয়। হামলার ঘটনার পরপরই কাশ্মীর জুড়ে নিরাপত্তা ব্যবস্থা আরোও জোরদার করা হয়। ভারত-পাকিস্তান সীমান্তেও সর্বোচ্চ নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানিয়েছে ভারতীয় কর্তৃপক্ষ।
এদিকে বুধবার যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয় ভারতের ৭৩তম প্রজাতন্ত্র দিবস। দিবসটি উপলক্ষে শহীদ সেনাদের প্রতি শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পরে দিল্লির রাজপথে প্যারেড স্কয়ারে ২১ বার তোপধ্বনির মধ্য দিয়ে শুরু হয় প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজ। রাষ্ট্রীয় অনুষ্ঠানের উদ্বোধন করেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
প্রজাতন্ত্র দিবস উপলক্ষে নরেন্দ্র মোদীকে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।