আসাম প্রতিনিধি, সুজন চক্রবর্তীঃ
মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। হিন্দু মেয়েকে সৎকার করে মানবপ্রেমের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন আসামরাজ্যের বদরপুরের মানব দরদি যুবক নুরুজ্জামান, সেলিম আহমেদ ও ইকবাল হোসেনরা। বদরপুর বিধানসভা কেন্দ্রের মালুয়া শ্রীগৌরী জিপির শ্রীগৌরী দাসপাড়া গ্রামের বাসিন্দা মনিরাম দাসের মেয়ে তুলসী দাস (২৩) করোনা আক্রান্ত হয়ে সোমবার শিলচর থেকে মরদেহ মঙ্গলবার শ্রীগৌরী হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়। কিন্তু তাঁর সৎকারের জন্য নিজের পরিবারের মানুষ ছাড়া এগিয়ে আসেনি কোন আত্মীয় স্বজন প্রতিবেশী। এ অবস্থায় সন্ধ্যায় মালুয়া শ্রীগৌরী জিপির সমাজকর্মী নুরুজ্জামান, সাংবাদিক সেলিম আহমেদ, ইকবাল হোসেন ও বিলাল উদ্দিনরা শেষকৃত্য সম্পন্ন করার জন্য তাঁকে শ্রীগৌরী হাইস্কুল সংলগ্ন শ্মশানঘাটে নিয়ে যান।সঙ্গে ছিলেন করিমগঞ্জ জেলা ডিডাস্টার ম্যানেজমেন্টের বদরপুর ফিল্ড অফিসার নবকুমার দাস ও কচুয়াধাম বিপিএইচসি এর ইনচার্জ ডঃ মিজানুর রহমান। সেখানে মৃত মেয়েটির বাবা মনিরামকে সঙ্গে নিয়ে তুলসীর শেষকৃত্য সম্পন্ন করেন। মুসলিম যুবকরা উক্ত সামাজিক কার্যে এগিয়ে আসায় সমগ্র এলাকাবাসী সহ গোটা জেলায় তাঁদের প্রশংসায় পঞ্চমুখ।