খবরের আলো :
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, বিভিন্ন দাবির নামে ড. কামাল হোসেন ও বদরুদ্দোজা চৌধুরী এবং বিএনপি-জামায়াত আগামী নির্বাচনকে সামনে রেখে সরকারের সঙ্গে দর কষাকষির ফন্দি-ফিকির করছে।
আজ শনিবার দুপুরে কুষ্টিয়ার মিরপুর উপজেলার হরিতলা মন্দিরের উন্নয়ন কাজের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ সব কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, নির্বাচন বর্জন করবে হুমকি দিয়ে তারা খালেদা জিয়াসহ সকল অপরাধীদের কারাগার থেকে বের করে আনার পাঁয়তারা করছে।
তিনি বলেন, অপরাধীদের মুক্তির দরকষাকষি আমরা মানি না। এই দরকষাকষি করে লাভ নেই।