মঙ্গলবার, ১৯ জানুয়ারী ২০২১, ০৪:৫০ অপরাহ্ন
শেখ আমিনুর হোসেন, সাতক্ষীরা ব্যুরো চীফ: সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর সড়কের আলীপুর ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক জন নিহত হয়েছে। সোমবার সকালে সদর উপজেলার আলিপুর নামক স্থানে এ ঘটনাটি ঘটে।
নিহতের নাম পরিচয় এখনও জানা যায়নি। তবে, স্হানীয়রা জানান, নিহত ব্যক্তি মানসিক ভারসাম্যহীন।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, সাতক্ষীরা থেকে ছেড়ে আসা ভোমরা স্থলবন্দর গামী একটি ট্রাক যার নং ঢাকা মেট্রো-ট-১১-০১৯৩) আলিপুর নামক স্থানে পৌঁছালে সেখানে মানসিক ভারসম্যহীন এক ব্যক্তিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে স্হানীয়রা ঘাতক ট্রাকটি জব্দ করে থানায় সোপর্দ করে। তিনি আরো জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে মর্গে প্রেরণ করা হয়েছে।