বৃহস্পতিবার, ১৪ জানুয়ারী ২০২১, ০৭:৩৪ অপরাহ্ন
বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, সরকার ও নির্বাচন কমিশন (ইসি) নিবার্চন নিয়ে খেলা শুরু করেছে। যা সুষ্ঠু ও অবাধ নির্বাচনের অন্তরায়।
তিনি বলেন, সরকার যে ভাষায় কথা বলছে ঠিক একই ভাষায় কথা বলছে কমিশন।
বৃহস্পতিবার (২৯ নভেম্বর) সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির এ নেতা।
জামায়াতের মধ্যেও অনেক মুক্তিযোদ্ধা আছে উল্লেখ করে নজরুল ইসলাম খান বলেন, জামায়াত নেতাদের মনোনয়ন দেয়া হলেও কোন যুদ্ধাপরাধীকে মনোনয়ন দেয়া হয়নি। হবেও না।
তিনি বলেন, আমরা একটি সুষ্ঠু ও অবাধ নির্বাচন চাই। শুধু আমরা না দেশের জনগণ এমনকি সারা বিশ্ব একটি সুষ্ঠু নিবাচন চায়। কিন্তু সরকার আরেকটি ২০১৪ সালের মতো একতরফা নির্বাচনের কৌশল অবলম্বন করছে।
নজরুল বলেন, দেশে এটাই শেষ নির্বাচন নয় আর এটাই প্রথম নির্বাচন নয়, আমরা এ নির্বাচনকে চ্যালেন্স হিসেবে নিয়েছি। নির্বাচনে যাওয়ার ঘোষণা দেওয়ার পর থেকে সরকার অগতান্ত্রিক আচরণ করছে। তাহলে সরকার বলে দিলেই পারে আপনারা নির্বাচনে অংশ নিবেন না।
সারাদেশে মনোনয়ন জমার দিনেও নেতাকর্মীদের গ্রেফতার করা হচ্ছে। বাড়ি বাড়ি তল্লাশি চালানো হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
বিএনপির স্থায়ী কমিটির এ নেতা বলেন, পুলিশ রাষ্ট্রের বাহিনী, কোন দলের বাহিনী নয়। তাদের কাছে দেশের মানুষ নিরপেক্ষ আচরণ প্রত্যাশা করে।