খবরের আলো :
মোঃ আয়ুব হোসেন পক্ষী, বেনাপোল প্রতিনিধি: বেনাপোল সীমান্ত থেকে প্রতারনা মামলায় গোলাম মোস্তফা (৫০) নামে এক পলাতক আসামীকে গ্রেফতার করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ।
শনিবার (২৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১ টার সময় বেনাপোল পৌর এলাকার তালশারি মোড় থেকে তাকে গ্রেফতার করা হয়।আটক মোস্তফা বেনাপোল সীমান্তের তালশারি গ্রামের আদম আলীর ছেলে।
পুলিশ জানায়, প্রতারনা মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামী এলাকায় ফিরে অবস্থান করছে, এমন খবরের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে মোস্তফাকে গ্রেফতার করে।
বেনাপোল পোর্টথানার এসআই মফিজুর রহমান চৌধুরী গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতার মোস্তফা দীর্ঘদিন ধরে পলাতক ছিল। বর্তমানে সে গোপনে এলাকায় ফিরে অবস্থান করছে খবর পেয়ে পুলিশ তাকে গ্রেফতার করে। গ্রেফতার মোস্তফাকে রবিবার দুপুরে যশোর আদালতে সোপর্দ করা হবে বলেও জানান তিনি।