রবিবার, ২৪ জানুয়ারী ২০২১, ০৫:১৩ পূর্বাহ্ন
রাজু হাওলাদার স্টাফ রিপোর্টার : আশুলিয়ার নিশ্চিন্তপুর নামক একটি এলাকায় পুলিশের সাথে বন্দুক যুদ্ধে এক অপহরনকারী নিহত হয়েছে এসময় আহত হয়েছে আশুলিয়া থানা পুলিশের এক এসআই সহ তিন পুলিশ সদস্য।
ঘটনাস্থল থেকে একটি পিস্তল ও কয়েক রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।বৃহস্পতিবার (২৯অক্টোবর) সকালে আশুলিয়ার নিশ্চিন্তপুর নামক একটি এলাকায় এই বন্দুক যুদ্ধের ঘটনাটি ঘটে।
নিহত বাবলু হোসেন মুন্সী বরগুনা জেলার সোনাতলা থানার টেকনি নামক একটি গ্রামের মোঃ বাবর আলী মুন্সীর ছেলে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় অস্ত্র ও অপহরনসহ একাধিক মামলা ও রয়েছে।
অন্যদিকে এ ঘটনায় আশুলিয়া থানার এস আই মনিরুজ্জামান ও পুলিশ সদস্য মামুন, সাদ্দাম হোসেন ও ফকরুল হোসেন আহত হয়েছে। তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে।
এ বিষয়ে আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) মনিরুল হক ডাবলু বলেন আশুলিয়ার নিশ্চিতপুর এলাকা থেকে উদ্ধার হওয়া ৮ টুকরা লাশের মুল হোতা বাবলুকে রাতে গ্রেপ্তার করা হয়। পরে তাকে নিয়ে অভিযান গেলে আগে থেকে ওৎ পেতে থাকা অন্য অপহরণকারীর সহযোগিরা পুলিশকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি করে ।
এসময় অন্য অপহরনকারীদের ছোড়া গুলিতে গুলিবিদ্ধ হয় বাবুল। পরে বাবুল কে উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষনা করেন।
উল্লেখ্য যে, গত( ১২ নভেম্বর )আশুলিয়ার নিশ্চিন্তপুর থেকে মেহেদী হাসান টিপু নামক এক ব্যক্তির ৮ টুকরো মৃতদেহ উদ্ধার করেছিলো আশুলিয়া থানার পুলিশ।
তাকে অপহরন করে হত্যার পর ৮ টুকরো করে নিশ্চিন্তপুর এলাকার আঞ্চলিক রাস্তার পাশে রেখে যায় অপহরনকারী সদস্যরা।