শুক্রবার, ২৭ মে ২০২২, ০৯:৩৫ পূর্বাহ্ন
খবরের আলো :
কক্সবাজারের মহেশখালীতে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত ব্যক্তি মাদক ব্যবসায়ী বলে দাবি পুলিশের।
রোববার ভোররাতে উপজেলার ছোট মহেশখালীর পাহাড়ি এলাকায় বন্দুকযুদ্ধের এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম মাহমুদ করিম। প্রাথমিকভাবে তার বিস্তারিত পরিচয় জানাতে পারেনি পুলিশ।
মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ দাশ জানান, ভোরে ছোট মহেশখালী এলাকায় মাদক ব্যবসায়ীদের সঙ্গে পুলিশের গোলাগুলির ঘটনা ঘটে।
এ সময় মাহমুদ করিম গুলিবিদ্ধ হন। তাকে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনাস্থল থেকে আগ্নেয়াস্ত্র ও ইয়াবা উদ্ধার করা হয়েছে বলেও জানান ওসি।