সোমবার, ০৮ মার্চ ২০২১, ১২:০২ অপরাহ্ন
খবরের আলো :
বিদ্যুৎ ঘাটতির কারণে দেশে এখন আর লোডশেডিং হয় না বলে জানিয়েছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু।
শনিবার দক্ষিণ কেরানীগঞ্জের গুদারাঘাট এলাকায় আলম টাওয়ার মার্কেটের সামনে কেরানীগঞ্জের গার্মেন্টস ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানের তিনি এসব কথা বলেন।
নসরুল হামিদ বলেন, শতকরা ৯০ ভাগ বিদ্যুৎ বাংলাদেশের ঘরে ঘরে পৌঁছে গেছে। বাকী বিদ্যুৎ আগামী কয়েক মাসের মধ্যে সব এলাকায় পৌঁছে যাবে।
তিনি বলেন, দেশে গ্যাসের কিছু সমস্য রয়েছে। তবে এ সমস্যা বেশি দিন থাকবে না।
নসরুল হামিদ বলেন, সারা বিশ্ব এখন শেখ হাসিনা এবং বাংলাদেশকে চেনে। এই সরকার যদি আবার ক্ষমতায় না আসে তাহলে এ দেশের সব উন্নয়ন বন্ধ হয়ে যাবে।
ব্যবসায়ীদের বুড়িগঙ্গা নদীর ওয়াইজঘাট ও স্যামসন ঘাটের বিভিন্ন সমস্যার সমাধানের দাবির পরিপ্রেক্ষিতে প্রতিমন্ত্রী বলেন, আপনারা আগে শুভাঢ্যা খাল পরিষ্কারর করুন, আমি ঘাট ফ্রি করে দেব।