সোমবার, ০৮ মার্চ ২০২১, ১১:৩৭ পূর্বাহ্ন
খবরের আলো :
শেখ আমিনুর হোসেন, সাতক্ষীরা ব্যুরো চীফ: “নির্বাচিত বেসরকারি মাদ্রাসা সমূহের উন্নয়ন শীর্ষক প্রকল্পের আওতায় চারতলা ভীতবিশিষ্ট চারতলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনসহ সাতক্ষীরা সদরের আলিপুর ইউনিয়নের আলিপুর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ে তিনতলা ভীতবিশিষ্ট বিদ্যমান একতলা একাডেমিক ভবনের উর্দ্ধমূখী সম্প্রসারণ কাজের উদ্বোধন করা হয়েছে। রবিবার সকালে সাতক্ষীরা সদরের আগরদাঁড়ি ইউনিয়নের বকচরা আহমাদিয়া দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে পরিচালনা পরিষদের সভাপতি অ্যাডভোকেট হাসান উল্লাহ’র সভাপতিত্বে ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। এসময় তিনি বলেন, ‘জননেত্রী শেখ হাসিনা দেশের প্রতিটি সেক্টরে উন্নয়ন করেছে বলেই নৌকার বিকল্প নেই। জননেত্রী শেখ হাসিনা দেশের সব মানুষকে সমান ভাবে দেখেন। শিক্ষার মান উন্নয়নে সাধারণ শিক্ষার পাশা পাশি মাদ্রাসা শিক্ষা ক্ষেত্রে সমান গুরুত্ব দিয়েছে সরকার। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নতুন ভবন ও উর্দ্ধমূখী সম্প্রসারণ ভবন দিয়েছে সরকার। সরকারের উন্নয়নের জন্য কৃতজ্ঞতা স্বীকার করতে হবে। আবারও জননেত্রী শেখ হাসিনার সরকারকে ক্ষমতায় আনতে হবে।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বকচরা আহমাদিয়া দাখিল মাদ্রাসার সুপার মো. রমজান আলী। ভিত্তিপ্রস্থর স্থাপন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর সাতক্ষীরা’র সহকারী প্রকৌশলী তানভীর ইসলাম, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর সাতক্ষীরা’র উপ-সহকারী প্রকৌশলী এম.এম.এ জায়েদ বিন গফুর, জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম, আগরদাঁড়ি ইউপি চেয়ারম্যান মো. মজনুর রহমান মালি প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন গোদাঘাটা দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মোহাম্মদ আলতাপ হোসেন, আখড়াখোলা মুকন্দপুর দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আব্দুল্লাহ, মির্জা নগর দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মো. জালাল উদ্দিন, জেলা ওলামালীগের সভাপতি সৈয়দ নাজমুল হক বকুল, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি তানভীর হোসাইন সুজন, জেলা তাঁতীলীগের প্রতিষ্ঠাতা সভাপতি মীর আজহার আলী শাহিন, যুবলীগ নেতা জিয়াউর বিন সেলিম যাদু প্রমুখ। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাাগ, শিক্ষা মন্ত্রণালয়ের অর্থায়ণে ২ কোটি ৭৫ লক্ষ টাকা ব্যয়ে চারতলা ভীতবিশিষ্ট চারতলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। এসময় বকচরা আহমাদিয়া দাখিল মাদ্রাসার শিক্ষক/শিক্ষার্থী, দলীয় নেতৃবৃন্দ ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন বকচরা আহমাদিয়া দাখিল মাদ্রাসা ম্যানেজিং কমিটির সদস্য মো. রবিউল ইসলাম।