খবরের আলো :
শেখ আমিনুর হোসেন, সাতক্ষীরা ব্যুরো চীফ: সাতক্ষীরার আশাশুনি থানা পুলিশ বিশেষ অভিযানে বিভিন্ন মামলার ৬ আসামিকে গ্রেফতার করেছে। এ সময় আসামিদের গ্রেফতারের সময় ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করে পুলিশ। সোমবার মধ্যরাতে আশাশুনির বিভিন্ন এলাকা থেকে তাদেরকে আটক করে পুলিশ।
আশাশুনিতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ জানান, আশাশুনি থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার, নিয়মিত মামলার আসামী গ্রেফতার, ওয়ারেন্ট তামিল ও বিশেষ অভিযান পরিচালনাকালে এসআই (নিঃ) সঞ্জীব সমদ্দার, এসআই (নিঃ) মোঃ হাসানুজ্জামান, এসআই (নিঃ) শেখ নাজিবুর রহমান, এএসআই (নিঃ) মোঃ কবির হোসেন, এসআই (নিঃ) মনজুরুল হাসান, এএসআই (নিঃ) স্বরজিৎ বিশ্বাস, এএসআই আলমগীর হোসেন, এএসআই (নিঃ) জাকির হোসেনসহ সঙ্গীয় অফিসার-ফোর্সের সহায়তায় রবিবার বিকালে ১০০ গ্রাম গাঁজাসহ নাসিমাবাদ গ্রামের মোঃ আঃ গফফার গাজীর ছেলে মোঃ আব্দুল্লাহ গাজী (২৬) ও সোমবার মধ্যরাতে জিআর-১৯২/১২ (ওয়ারেন্ট) এর আসামী কুড়িকাহুনিয়া গ্রামের মাওলা বক্স গাজীর ছেলে মোঃ আবু সাঈদ গাজী, সিআর-৪৭/১৬ আসামী উত্তর একসরা গ্রামের মৃত নৈমুদ্দিন মালীর ছেলে মোঃ আবুল মালী, সিআর-২৬/১৭ আসামী -কাপসন্ডা গ্রামের হোসেন গাজীর ছেলে দেলবার গাজী ও জিআর-৭১৭/১৮ নাসিমাবাদ গ্রামের মোঃ আইয়ুব আলীর ছেলে আসামী রেসাত আলীকে গ্রেফতার করে পুলিশ। অপরদিকে সোমবার সকালে গোয়ালডাঙ্গা গ্রামের মোঃ আঃ রশিদ সরদারের ছেলে মোঃ ইদ্রিস আলী সরদার (২৮)কে ১০০ গ্রাম গাঁজাসহ তাকে গ্রেফতার করে পুলিশ। গাঁজাসহ আটককৃত দু’জনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে থানায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃতদের সোমবার দুপুরে জেলা আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।