বৃহস্পতিবার, ১৯ মে ২০২২, ০১:১২ পূর্বাহ্ন
খবরের আলো :
চট্টগ্রাম নগরে দুই হাজার পুরিয়া গাঁজাসহ এক তরুণকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার বায়েজিদ বোস্তামী থানাধীন মোহাম্মদ নগর দুইনাম্বার রোড থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত রুহুল আমিন (৩২) ব্রাক্ষণবাড়িয়া জেলার কসবা উপজেলার লেশিয়ারা এলাকার মৃত আব্দুল জলিলের ছেলে।
বায়েজিদ বোস্তামী থানার ওসি আতাউর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে দুই হাজার পুরিয়া গাঁজাসহ হাতেনাতে রুহুল আমিনকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে।