রবিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২১, ০৩:৩২ অপরাহ্ন
খবরের আলো :
জামালপুরে দি হাঙ্গার প্রকল্পের বিকশিত নারী নেটওয়ার্কের আয়োজনে জাতীয় শিশু ও কন্যা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে রোববার সকাল ১০টার দিকে শহরের গেইটপাড়ে আলোচনা সভার আয়োজন করা হয়।
বিকশিত নারী নেটওয়ার্ক জামালপুর শাখার সভানেত্রী শামীমা খান বেবীর সভাপতিত্বে বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক সাবিহা বেগম, যুগ্ম সম্পাদক আফরিন জাহান রিক্তা ও সংগঠনের সদস্য শামীমা বেগম রুবি।
আলোচনা সভায় কন্যা শিশুদের সুরক্ষায় বিভিন্ন সচেতনতামূলক দিক তুলে ধরা হয়। দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি জামালপুর শহরের গেইটপাড় থেকে বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বকুলতলায় গিয়ে শেষ হয়।