বুধবার, ০৬ জুলাই ২০২২, ০৭:৪০ পূর্বাহ্ন
মোঃ আজিজুর রহমান টুটুলঃ
অবশেষে রাজধানীর কলাবাগান এলাকার তেঁতুল তলা মাঠ খেলার মাঠই থাকবে বলে জানিয়ে দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
ঐ মাঠ নিয়ে স্থানীয় এলাকাবাসীর আন্দোলনের পর আজ স্বরাষ্ট্রমন্ত্রী দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে দেখা করেন।
আর সেখান থেকে ফিরে আজ কলাবাগান তেঁতুল তলা এলাকার আন্দোলনরত এলাকাবাসীদের তিনি জানান যে, মাঠের ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কথা হয়েছে। তিনি বলেছেন এই এলাকায় যেহেতু কোন খেলার মাঠ বা উন্মূক্ত ময়দান নেই তাই মাঠটি আগের মতই এলাকাবাসী ঐভাবেই ব্যবহার করতে পারবেন। তবে মাঠটি যেহেতু পুলিশের তাই এটির রক্ষানাবেক্ষণের দায়িত্ব পুলিশই পালন করবে। তবে মাঠ ব্যবহারে এলাকাবাসীর কোন রকম বাধা থাকবে না।
প্রসঙ্গত উল্লেখ্য যে, হঠাৎ করে এই মাঠে থানা ভবন নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হলে এলাকাবাসী ক্ষোভে ফেটে পড়েন। গড়ে উঠে আন্দোলন। এক মা ও তার কিশোর সন্তানকে ১৩ ঘন্টা থানা হাজতে আটকে রাখার ঘটনা ঘটে। সে ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলে ব্যাপক আলোচনা শুরু হয়।
এলাকাবাসী মাঠ রক্ষায় আন্দোলন শুরু করেন। সমাজের সুশীলরা এসে আন্দোলনে যোগ দেন। নির্মাণাধীন পাকা প্রাচিরের পাশে বৃক্ষরোপন করে বিশিষ্টজনেরা। চলে কোমলমতি ছেলে মেয়েদের মিছিল ও মানববন্ধনের ঘটনা।