শুক্রবার, ২৬ ফেব্রুয়ারী ২০২১, ১২:১৭ অপরাহ্ন
খবরের আলো :
জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বেগম খালেদা জিয়ার জামিন কেন বাতিল করা হবে না, সে বিষয়ে কারণ দর্শাতে তার আইনজীবীদের নির্দেশ দিয়েছেন আদালত। এ মামলার পরবর্তী শুনানির জন্য আগামী ৭ অক্টোবর দিন ঠিক করেছেন আদালতের বিচারক।
রোববার পুরান ঢাকার নাজিম উদ্দিন রোডে পুরাতন কেন্দ্রীয় কারাগারে স্থাপিত অস্থায়ী বিশেষ জজ আদালত-৫ এর বিচারক ড. আখতারুজ্জামান এ আদেশ দেন।
অপর দুই আসামি জিয়াউল ইসলাম মুন্না ও মনিরুল ইসলাম খান আদালতের প্রতি যে অনাস্থা আবেদন দিয়েছিলেন, তা নামঞ্জুর করেছেন আখতারুজ্জামান। মনিরুল ইসলাম খানের জামিন বাতিল করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশও দিয়েছেন আদালত।
শুনানিতে অংশ নিয়ে খালেদা জিয়ার আইনজীবী আদালতকে বলেন- বেগম জিয়ার অনুপস্থিতিতে এই মামলার কার্যক্রম চলবে, বিচারিক আদালতের এমন নির্দেশ চ্যালেঞ্জ করে হাইকোর্টে একটি রিভিশন আবেদন করা হয়েছে। এজন্য সময় আবেদন করেন তারা। আদালত সময় আবেদন মঞ্জুর করে ৭ অক্টোবর পরবর্তী দিন ঠিক করেন।
তবে এ মামলায় যুক্তিতর্ক উপস্থাপন সমাপ্ত করে রায় ঘোষণা করার জন্য রাষ্ট্রপক্ষের করা আবেদনের উপর কোনেও আদেশ দেননি আদালত।
আদালতে খালেদা জিয়ার পক্ষে শুনানি করেন সানাউল্লাহ মিয়া ও মাসুদ আহমেদ তালুকদার। দুদকের পক্ষে শুনানি করেন আইনজীবী মোশারফ হোসেন কাজল।