বুধবার, ০৬ জুলাই ২০২২, ০৭:১৫ পূর্বাহ্ন
মোঃ মিজানুর রহমান স্টাফ রিপোর্টারঃ
কিশোরগঞ্জ সদর উপজেলার জালুয়াপাড়া পুলেরঘাট উপশহরে ১হাজার ৫ শত ভিক্ষুক ও প্রতিবন্দীর মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে সোনালী ভবিষ্যত ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ । ভিক্ষুক ও প্রতিবন্ধী মানুষগুলোর সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে সংগঠনটির এই উদ্যোগ। রবিবার (১মে) সকালে সোনালী টাওয়ার সামনে চৌদ্দশত ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের ভিক্ষুক ও প্রতিবন্ধীদের সোনালী ভবিষ্যত ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ উদ্যোগে এই ঈদ সামগ্রী বিতরণ করা হয়। প্রত্যেক পরিবারকে সেমাই, চিনি,আলু, মুরগী , পোলাও চাউল,পিয়াজ প্রদান করা হয়।
ঈদ সামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলি সিদ্দিকী, কিশোরগঞ্জ সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ দাউদ,চৌদ্দশত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও সোনালী ভবিষ্যত ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ চেয়ারম্যান মোঃ আতাহার আলী, পুলের ঘাট বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মোঃ শফিকুল আলম সোহেল ভূঁইয়া, চৌদ্দশত ইউপি সদস্যগণ এবং সোনালী ভবিষ্যত ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতির লিঃ পরিচালক মোঃ বায়েজিদ মোস্তামী, এরিয়া ম্যানেজার মোঃ রুহুল আমিন,এরিয়া ম্যানেজার সমর দাস, অডিট অফিসার পল্টন কর ও কর্মকর্তা বৃন্দ এবং এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। চেয়ারম্যান মোঃ আতাহার আলী বলেন অসহায়দের পাশে থেকে সাহায্য সহযোগিতা করে আসছি।
আশা রাখি, ভবিষ্যতেও এই সহযোগিতা অব্যাহত থাকবে।