বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২১, ১১:২৯ পূর্বাহ্ন
খবরের আলো :
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিকে আনতে বিশেষ কোনো উদ্যোগ নেই বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
রোববার দুপুরে সুনামগঞ্জের দিরাই উপজেলায় বাংলাদেশ ফিমেল একাডেমি আয়োজিত ‘নারীর শিক্ষা ও ক্ষমতায়ন’ শীর্ষক এক সেমিনার শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান অর্থমন্ত্রী।
এসময় তিনি আরও বলেন, বিএনপি একসময় বড় দল ছিল। এখন আছে কি না আমার সন্দেহ আছে।’
জাতীয় ঐক্যের বিষয়ে অর্থমন্ত্রী বলেন, জাতীয় ঐক্যের ফল শূন্য। এসব দিয়ে কিছুই হবে না। অর্থমন্ত্রী সাংবাদিকদের কাছে উল্টো জানতে চান—জাতীয় ঐক্য কারা করেছে। এরপর তিনি বলেন, ‘জিরো প্লাস জিরো ইকুয়েল টু জিরো জিরো জিরো।
নির্বাচনকালী সরকার নিয়ে অর্থমন্ত্রী বলেন, জাতীয় সংসদে যাদের প্রতিনিধিত্ব আছে, তারাই নির্বাচনকালীন সরকারে থাকবে। অন্য কেউ থাকবে না। ২০১৪ সালে যে প্রক্রিয়ায় দেশে নির্বাচন হয়েছে, সেভাবেই এই দেশে নির্বাচন হবে। নিরপেক্ষ নির্বাচনের পরীক্ষা এই দেশে হয়ে গেছে। তাই যথাসময়েই নির্বাচন হবে।
সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী বলেন, জনসেবায় মানুষকে উদ্বুদ্ধ করতে হবে। এই দেশের মানুষ ভালো, তাদের কোনো কিছুর সুযোগ দিলে তারা পথ বের করে নেয়। যেকোনো ভালো কাজ তারা করতে পারে।