বুধবার, ০৬ জুলাই ২০২২, ০৪:৩২ পূর্বাহ্ন
এবার ঈদে ঢাকা মহানগরীর যান্ত্রিক জীবনে নেমে এসেছে ছন্দপতন। নেই কোলাহল হাঁকডাক। কেমন যেন নীরব পরিবেশ।
গত দু’বছর করোনা মহামারির কারণে মানুষ ছিল একপ্রকার গৃহবন্দী। সামাজিক অনুষ্ঠানগুলো বিধি মেনে পরিচালিত হলেও তাতে উপস্থিতি ছিল হাতে গোনা। মসজিদে নামাজ আদায় হয়েছে তিনফিট দূরত্ব রেখে। যদিও কাঁধে কাঁধ মিলিয়ে নামাজ পড়ার নিয়ম। করোনার কারণে সে নিয়ম ভাঙতে হয়েছে।
তবে করোনার সময় টানা দু বছর অনেকে নাড়ির টানে বাড়ি যেতে না পারার সে আক্ষেপ এবার পুষিয়ে নিয়েছেন ষোলোআনা।
ঈদুল ফিতরের ৪/৫ দিন আগে থেকেই মানুষ রাজধানী ছাড়তে শুরু করে।
সরকারি হিসেবে এই শহরে বসবাসকারী মানুষের সংখ্যা দেড় কোটি। তবে বেসরকারি হিসেব বলছে এই সংখ্যা দু কোটি ৪০ লাখ।
তবে পরিসংখ্যান যাই হোক না কেন, বর্তমানে প্রিয় এ রাজধানীতে মানুষ রয়েছে মাত্র ২৫/৩০ লাখ। যা রাস্তাঘাটে চলাচল করলেই অনুধাবন করা যায়।
ফলে রাজধানী জুড়ে এখন শ্মশানের নীরবতা।
কোলাহল যে এই শহরের প্রাণ তা মর্মে মর্মে উপলব্ধি করছে তিলোত্তমা ঢাকাবাসী।
তাই সব শেষে একটি কথায় বলবো বেঁচে থাকুক মহানগর, বেঁচে থাকুক নাগরিক কোলাহল।
…………………..
সাংবাদিক সজীব আকবর
বার্তা সম্পাদক
দৈনিক খবরের আলো।