শনিবার, ০৬ মার্চ ২০২১, ১১:০৩ অপরাহ্ন
খবরের আলো :
নাটোরের বড়াইগ্রামে গোপন বৈঠক চলাকালে জেএমবির আঞ্চলিক কমান্ডারসহ পাঁচ সক্রিয় সদস্যকে আটক করেছে র্যাব। এ সময় তাদের থেকে উগ্রবাদী বই ও লিফলেট জব্দ করা হয়।
শনিবার রাত সোয়া ১টার দিকে উপজেলার ভবানীপুর গ্রামের একটি পরিত্যক্ত পাঠাগার থেকে তাদের আটক করা হয়।
আজ রোববার সকাল সাড়ে ৮টায় র্যাব-৫ এর নাটোর ক্যাম্প কমান্ডার সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. আজমল হোসেন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।
সকাল ১১টার দিকে সংবাদ সম্মেলন করে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।