আহসান হাবিব মিলন, রংপুর থেকেঃ
শারীরিক গঠন, আত্মরক্ষার কৌশল, পরিপূর্ণ সুস্থতা থাকার অন্যতম খেলা হচ্ছে মার্শাল আর্ট (কারাতে)। আমাদের বর্তমান সমাজে নেশার যে প্রবনতা বাড়ছে তাতে অভিভাবকগন তাদের সন্তানদের নিয়ে খুবই দুশ্চিন্তায় থাকেন। এজন্য সমাজের প্রত্যেক পরিবারের অভিভাবক তাদের সন্তানদের খেলাধুলায় নিয়োজিত থাকার উৎসাহ দিতে হবে, তবেই নেশা মুক্ত সমাজ গঠন সম্ভব ।
শনিবার বিকেলে নগরীর বাবুখাঁ উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে রংপুর জেলা ক্রীড়া সংস্থা কর্তৃক আয়োজিত বাংলাদেশ জুজুৎসু কারাতে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রসিক মেয়র ও বাংলাদেশ ড্রাগন সিতরিউ কারাতে একাডেমী রংপুর জেলা শাখার সভাপতি মোস্তাফিজুর রহমান মোস্তফা এসব কথা বলেন।
এ সময় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জুজুৎসু এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও প্রধান প্রশিক্ষক গ্রান্ড মাষ্টার ড.রফিকুল ইসলাম নিউটন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাবুখাঁ উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি আবদুল্লাহ হেল কাফি।
২২ নং ওয়ার্ড পুলিশিং কমিউনিটি’র সভাপতি আবু আহম্মেদ সিদ্দিক পারভেজ ও বিশিষ্ট সমাজসেবক এমদাদুল হক প্রমুখ।
ওই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাবুখাঁ উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোছলে হক ।
অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপণার দায়িত্ব পালন করেন রংপুর জেলা জুজুৎসু এসোসিয়েশনের প্রধান প্রশিক্ষক মোঃ ইলিয়াছ আহমেদ।
একদিন ব্যাপি জুজুৎসু কারাতে প্রশিক্ষণ কর্মশালা শেষে মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তফাকে সম্মাননা স্মারক প্রদান সহ খেলোয়াড়দের প্রশংসাপত্র প্রদান করা হয়।