শুক্রবার, ২৬ ফেব্রুয়ারী ২০২১, ১০:৪৩ অপরাহ্ন
খবরের আলো :
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত জনসভায় সাতটি দাবি আর ১২ দফা ঘোষণা দিয়ে দাবি পূরণের জন্য দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।
রোববার বিকেলে সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত জনসভায় এ কর্মসূচি ঘোষণা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিএনপির ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে, আগামী ৩ অক্টোবর জেলা পর্যায়ে সমাবেশ এবং জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান এবং ৪ অক্টোবর মহানগর পর্যায়ে সমাবেশ এবং বিভাগীয় কমিশনার বরাবর স্মারকলিপি প্রদান।
সমাবেশে কারাবন্দি দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি, তারেক রহমানের মামলা প্রত্যাহার, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে এসব কর্মসূচি দেয়া হয়। বিএনপির মহাসচিব জানান, পর্যায়ক্রমে আরও কর্মসূচি আসবে।