মঙ্গলবার, ০৫ জুলাই ২০২২, ০৩:৫৩ অপরাহ্ন
আন্তর্জাতিক ডেস্কঃ
ফের বিতর্কিত মন্তব্য কঙ্গনা রানাউতের স্বভাব সিদ্ধভাবেই বলিউড তারকাদের এক হাতে নিলেন অভিনেত্রী কঙ্গনা। বি- টাউনের কারও যোগ্যতা নেই তাঁর বাড়িতে পা রাখার, এমনই মন্তব্য বলিউডের কন্ট্রোভার্সি ক্যুইনের। এই শুক্রবারই সিনেমা হলে মুক্তি পাবে কঙ্গনা অভিনীত” ধাকড়”। ছবির প্রচারে অভিনেত্রীর জানতে চাওয়া হয়, কোন কোন বলিউড তারকাকে নিজের বাড়িতে নিমন্ত্রণ করবেন? এর জবাবে অভিনেত্রী কঙ্গনা বলেন, বলিউডের কোনও তারকার আমার বাড়িতে পা রাখার যোগ্যতা নেই। বাড়িতে ডাকার কোনও প্রয়োজন ও নেই। বাইরে দেখা হলে ঠিক আছে। বলিউডের কাউকে নিজের বন্ধু হওয়ার যোগ্য ও মনে করেন না কঙ্গনা।
সাংবাদিকদের প্রশ্নের উত্তরে অভিনেত্রী জানান, তাঁর বন্ধু হওয়ার যোগ্যতা কারও নেই। এমন বিতর্কিত মন্তব্য অবশ্য করেই থাকেন কঙ্গনা। কিছুদিন আগেই বলিউডের তারকাদের সিদ্ধ ডিমের সঙ্গে তুলনা করেন তিনি। সম্প্রতি জোয়া আখতারের ” দ্য আর্চি” ছবির টিজার প্রকাশ্যে এসেছে। ছবিতে মূখ্য ভূমিকায় রয়েছেন শাহরুখ কন্যা সুহানা, অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্য এবং শ্রীদেবী কন্যা খুশি কাপুর। মনে করা হচ্ছে, তাঁদের বিঁধেই এমন মন্তব্য কঙ্গনার।
উল্লেখ্য, অ্যাকশন প্যাকড ” ধাকড়” সিনেমার স্পেশ্যাল এজেন্ট অগ্নির চরিত্রে অভিনয় করেছেন কঙ্গনা। শক্রকে নিমেষে খুন করে ফেলতে পারে অগ্নি। প্রতিপক্ষের রক্ত ঝরানোর আগে দ্বিতীয়বার ভাবে না। যা কাজ দেওয়া হয়, তা করতে লাশের পাহাড় পেরিয়ে যেতে পারে সে। মিশন ইম্পসিবল বলে তাঁর জীবনে কিছুই নেই। এই অগ্নিকেই নারী পাচার সমস্যার সমাধান করার দায়িত্ব দেয় রিং মাস্টার ওরফে হ্য়ান্ডলার। গুরুত্বপূর্ণ এই চরিত্রে অভিনয় করেছেন শাশ্বত চট্রোপাধ্যায়।
অর্জুন রামপাল অভিনয় করেছেন রুদ্রবীরের ভূমিকায়। তাঁর সঙ্গে রোহিনী হিসেবে দেখা যাচ্ছে দিব্যা দত্তকে। এছাড়াও রয়েছেন শরিব হাসমি।