বুধবার, ০৬ জুলাই ২০২২, ১২:৩৬ পূর্বাহ্ন
আসাম প্রতিনিধি, সুজন চক্রবর্তীঃ
ভারতের আসামরাজ্যের করিমগঞ্জ জেলার কায়স্থগ্রামে ভয়াবহ সড়ক দুর্ঘটনা সংগঠিত হয়েছে। গাড়ির ভিতরে প্রাণ গেল ২ জন যুবকের। গুরুতর আহত ১। ঘটনাটি ঘটেছে বুধবার সকাল ৬টার নাগাদ কায়স্থগ্রাম রেল ক্রসিংয়ের সন্নিকটে। নিলামবাজার পুলিশ ও স্থানীয় জনসাধারণ একটি এক্সবেটরের সাহায্যে দীর্ঘ ২ ঘন্টা অভিযান চালিয়ে গাড়ির ভিতর থেকে উদ্ধার করা হয় মৃতদেহ।
জানা গেছে, নিলামবাজার থানা এলাকার পশ্চিম নিয়ামতখানির জাকির হুসেইন ( ২৫) আলী হুসেইন ( ২৬) ও মাহিন উদ্দিন একটি গাড়ি নিয়ে শিবসাগরে যাওয়ার পথে কায়স্থগ্রাম রেলক্রসিংয়ের দক্ষিণ পাশে নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা মারে।
এতে দুমড়েমুচড়ে যায় সম্পূর্ন গাড়ি। স্থানীয়রা একজনকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করলেও অন্য দুইজনকে উদ্ধার করা সম্ভব হয়নি। খবর দেওয়া হয় নিলামবাজার পুলিশকে।
পুলিশের সহযোগিতায় স্থানীয়রা একটি এক্সবেটরের সাহায্যে দীর্ঘ ২ ঘন্টা অভিযান চালিয়ে গাড়ির ভিতর থেকে ২টি মৃতদেহ উদ্ধার করা হয়। এনিয়ে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।