মোঃ মিজানুর রহমান, স্টাফ রিপোর্টারঃ
পাকুন্দিয়া উপজেলার পুলেরঘাটে অবস্থিত পাকুন্দিয়া ইন্সটিটিউট অব টেকনোলজি ২০২১-২০২২ সেশনের ছাত্র-ছাত্রীদের নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
২৬ মে বৃহস্পতিবার বিকেলে মনোমুগ্ধকর পরিবেশে অত্র কলেজের পরিচালক ও সভাপতি মোঃ সাইদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত ২০২১-২০২২ সেশনের ছাত্র-ছাত্রীদের নবীন বরণ অনুষ্ঠান অত্র কলেজের পরিচালক হোসেন আলীর উপস্থাপনায় স্বাগত বক্তব্য রাখেন কলেজের অধক্ষ্য শরীফুল ইসলাম।
বক্তব্য রাখেন কলেজ পরিচালক ডাঃ মোঃ জিয়া উদ্দিন টিটু্, মোঃ রুবেল মিয়া, প্রবাসী ফজলুল করিম আরিফ, নবীন ছাত্র -ছাত্রীদের মধ্যে বক্তব্য রাখেন গোলাম মস্তফা, ফারজানা আক্তার মণি, লিমা আক্তার, লিপা আক্তার, শাহানুর রহমান প্রমুখ।
এ ছাড়া অন্যান্যদের মধ্যে ডাঃ আজহারুল ইসলাম গোলাপ, এজেন্ট ব্যাংক এশিয়া পুলের ঘাট শাখার ফারুক আহমেদ, কায়স্ত পল্লী জগৎ তারা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ বুরহান উদ্দিনসহ অত্র কলেজের অভিভাবকগণ এ সময় উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে কলেজ অডিটরিয়ামে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।