মঙ্গলবার, ০৫ জুলাই ২০২২, ০৩:০৬ অপরাহ্ন
এরশাদ আলী, আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি :
সরকারি নীতিমালা উপেক্ষা করে বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার ইউনিয়ন পরিষদের বারান্দা বসে সুবিধাভোগিদের নিকট থেকে কালো বাজারে বিক্রির উদ্দেশ্যে অল্পমূলে চাল কেনা মামলার আসামী ভুট্টু হোসেন এখনও অধরা। পুলিশ ৫ দিনেও তাকে গ্রেফতার করতে পারেনি। এজহারভুক্ত আসামী ভুট্টু হোসেন দমদমা গ্রামের আলী প্রামানিকের ছেলে।
উল্লেখ্য : গত ২৩ মে সোমবার আদমদীঘির সান্তাহার ইউনিয়নে ৩১৫ জন দরিদ্র উপকারভোগীর মাঝে ৩০ কেজি করে ভিজিডি‘র চাল বিতরন করা হয়। এসময় সরকারি বিধি উপেক্ষা করে সান্তাহার ইউনিয়ন পরিষদের বারান্দায় বসে উপকারভোগীদের নিকট থেকে কালো বাজারে বিক্রির উদ্যেশ্যে অল্পমূলে ক্রয় করার সময় স্থানীয় জনতা ১০ বস্তা (৩০০ কেজি) চালসহ উপজেলার দমদমা গ্রামের চাল ব্যবসায়ী ভুট্টু হোসেনকে হাতেনাতে ধরে ফেলে। পরে কৌশলে ভুট্টু হোসেন পালিয়ে যায়। জব্দকরা চাল থানা হেফাজতে রাখা হয়।
এ ঘটনার পরদিন গত ২৪ মে সান্তাহার ইউপি চেয়ারম্যান নাহিদ সুলতানা বাদি হয়ে দমদম্া গ্রামের চাল ব্যবসায়ী ভুট্টু হোসেনকে আসামী করে একটি মামলা দায়ের করেন।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ জালাল উদ্দীন জানান, আসামী গ্রেফতারে বিভিন্ন স্থানে সাঁড়াশি অভিযান চলছে।