শনিবার, ১০ এপ্রিল ২০২১, ০৭:৫১ অপরাহ্ন
খবরের আলো ডেস্ক :
ম্যাচ পরবর্তী পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বেফাঁস কথা বলে বেশ কবারই বিপাকে পড়েছিলেন রমিজ রাজা। যার জেরে সমালোচনায় বিদ্ধও হয়েছেন এই পাকিস্তানি ধারাভাষ্যকার। এবার নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ শেষে আরও একবার আলোচনায় পাকিস্তানের সাবেক এই অধিনায়ক।
সর্বশেষ ১৯৬৯ সালে পাকিস্তানে গিয়ে টেস্ট সিরিজ জয়ের স্বাদ পেয়েছিল নিউজিল্যান্ড। এরপর কেটে গেছে ৪৯টি বছর। এর মাঝে পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে রাজত্ব করলেও ‘অ্যাওয়ে’ সিরিজগুলোতে দাপট দেখানো হয়নি নিউজিল্যান্ডের। ৭ ডিসেম্বর, পাকিস্তানের ঘরের মাঠ আরব আমিরাতে শেষ হলো সেই অপেক্ষার পালা।
আবুধাবি টেস্টে পাকিস্তানকে ১২৩ রানে হারিয়ে তিন ম্যাচের সিরিজ ২-১ এ জিতে নেয় নিউজিল্যান্ড। ৪৯ বছর পর আবারও পাকিস্তানকে তাদের মাটিতে হারিয়ে সিরিজ জয়ের স্বাদ পায় কিউইরা। ম্যাচ শেষে পুরস্কার বিতরনী অনুষ্ঠানেও ওঠে এল ঐতিহাসিক এই মুহূর্তটির কথা। অনুভূতিটা নিঃসন্দেহেই অন্যরকম হওয়ার কথা।
তাই হয়ত নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসনের কাছে ঐতিহাসিক মুহূর্তের অনুভূতির কথাই জানতে চেয়েছিলেন রমিজ রাজা। পাকিস্তানের এই সাবেক অধিনায়ক প্রশ্ন শুরু করেছিলেন এভাবে, ‘এ মুহূর্তের জন্য ৪৯ বছর অপেক্ষা করেছ তুমি…।’ প্রশ্ন শেষ করার আগেই উইলিয়ামসন হাসি মুখে বলে ওঠেন, ‘আমি তো ৪৯ বছর অপেক্ষা করিনি।’
নিউজিল্যান্ডের অধিনায়কের বয়স কদিন আগেই মাত্র ২৮ হয়েছে। স্বাভাবিকভাবেই উইলিয়ামসনের পক্ষে ৪৯ বছর ধরে অপেক্ষা করাটা কঠিন! কথা শেষ করেই তাই জোরে হেসে ওঠেন উইলিয়ামন। তার সঙ্গে যোগ দেন রমিজ রাজাও। রমিজ রাজাকে নিয়ে উলিয়ামসনের এমন মজা সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে তুমুলভাবে আলোচিত হচ্ছে।
সবাই মিলে রমিজ রাজাকে নিয়ে মজায় মেতেছেন। কেউ কেউ বলছেন, ‘বেচারা রমিজ রাজা, নিজের প্রশ্নের উত্তর শুনে নিজেই শকড!’ অনেকের মতে, এটা ছিল এপিক রিপ্লাই! আবার কেউ কেউ বলছেন, পাকিস্তানের মাটিতে শুধু সিরিজ জয় নয়, পাকিস্তানিকেও হাসির খোরাক বানিয়ে দিয়েছেন উইলিয়ামসন!
প্রথমে মজা করলেও পরে অবশ্য ঐতিহাসিক এই সিরিজ জয়ের অনুভূতি প্রকাশ করেছেন উইলিয়ামসন। কিউই অধিনায়কের ভাষ্য, ‘এটা অসাধারণ। পাকিস্তানকে তাদেরই মাঠে হারানো খুব কঠিন। এটা বিশেষ কিছু মনে হচ্ছে। ছেলেরা অনেক দিন এটা মনে রাখবে।’