বৃহস্পতিবার, ০৭ জুলাই ২০২২, ০৭:৩০ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিনিধিঃ
গতকাল মধ্যরাতে মোহামেডান স্পোর্টিং ক্লাবে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।বৈদ্যুতিক ট্রান্সফরমার বিস্ফোরণে ক্লাবের একপাশে আগুন লাগে বলে স্থানিয়রা জানান।
প্রত্যক্ষদর্শীরা জানান বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে ক্লাবের কাছাকাছি থাকা একটি বৈদ্যুতিক ট্রান্সফরমার বিস্ফোরণে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত আগুন নিভিয়ে ফেলায় বড় ধরনের বিপদ থেকে রক্ষা পায় ক্লাবটি।
অগ্নিকাণ্ডের সময় ক্লাবের ভেতরেই ঘুমিয়ে ছিলেন মালির ফুটবলার সোলেমান দিয়াবাতে। সে সময় ক্লাবের স্টাফদের কয়েকজন সুলেমান দিয়াবাতেকে দ্রুত বের করে আনেন। খবর পেয়ে পুলিশ সদস্যরাও ঘটনাস্থলে ছুটে যান। তারা ক্লাবের সামনের রাস্তা ঘিরে রাখেন।
ক্লাবের পরিচালক জামাল রানা সাংবাদিকদের বলেন, মোহামেডান ক্লাবের ওপর আল্লাহর রহমত আছে, না হলে আরও বিপদ হতে পারতো।