বুধবার, ০৬ জুলাই ২০২২, ০৭:২৬ পূর্বাহ্ন
কুবি প্রতিনিধি, আবু শামাঃ
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি ও কটূক্তির প্রতিবাদে মানববন্ধন করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বঙ্গবন্ধু পরিষদের একাংশ।
সোমবার (৭জুন) সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু ভাস্কর্যের সামনে বঙ্গবন্ধু পরিষদের (একাংশের) সাধারণ সম্পাদক মাহবুবুল হল ভূইয়ার সঞ্চালনায় এই মানববন্ধন করেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু পরিষদের একাংশ ।
বঙ্গবন্ধু পরিষদের সাবেক সাধারণ সম্পাদক নাসির হুসাইন বলেন, আজ বড় বড় মেঘা প্রজেক্ট গুলো বাস্তবায়ন হচ্ছে, পদ্মা সেতু আজ দৃশ্যমান, বিএনপি জামাতের দোসররা আজ দেশে অস্থিরতা তৈরি করে উন্নয়ন রুখে দিতে চাই। আমরা বঙ্গবন্ধু পরিষদ এর তীব্র প্রতিবাদ জানায়।
মানববন্ধনে সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ড.রবিউল আওয়াল বলেন, আজকের এই দিনেও এসে যারা মাননীয় প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দিতে পারে তারা হচ্ছে স্বাধীনতা বিরোধী শক্তি। তারা সামনের নির্বাচনকে সামনে রেখে ষড়যন্ত্র শুরু করছে। সুতরাং সময় এসেছে তাদেরকে রুখে দেওয়ায়।
বঙ্গবন্ধু পরিষদের বঙ্গবন্ধু পরিষদের সভাপতি কাজী ওমর সিদ্দিকী রানা বলেন, শেখ হাসিনা এগিয়ে আসলেই বাংলাদেশ এগিয়ে যায়।যারা শেখ হাসিনাকে হত্যা করতে চায় তারা বাংলাদেশের উন্নয়ন রুখে দিতে চায়। এখন বিএনপি-জামাত আবার একজোট হয়ে মাননীয় প্রধানমন্ত্রীকে হত্যা করতে চায়, আমরা এতদিন শুনে এসেছি একাত্তরের হাতিয়ার উর্জে উঠো আরেকবার, কিন্তু স্বাধীনতা বিরোধী শক্তি তারা চায় পঁচাত্তরের হাতিয়ার গর্জে উঠুক, যে অশুভ শক্তি ১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে হত্যা করে বাংলাদেশকে ১০০ বছর পিছিয়ে দিয়েছিল তারা এখন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা করে আবারও বাংলাদেশ কে পিছিয়ে দিতে চায়
এ সময় মানববন্ধনে বঙ্গবন্ধু পরিষদের একাংশের সদস্য বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।