সোমবার, ০৪ জুলাই ২০২২, ০৮:০৯ পূর্বাহ্ন
মোঃ মিজানুর রহমান স্বাধীন:
ঈদুল আজহাকে সামনে রেখে রাজধানীতে সক্রিয় হয়ে উঠেছে শতাধিক ছিনতাই চক্র, দিনে ভ্যান চালক, রিকশাচালক, সবজি বিক্রেতা সহ বিভিন্ন পেশায় কাজ করলেও রাতে এরা ভয়ঙ্কর ছিনতাই চক্রের সদস্য হিসেবে পরিচিত, আর এই অজ্ঞান পার্টি, মলম পার্টি, সালাম পার্টি ও হ্যান্ডশেক পার্টির ৪৪ সদস্যকে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করেছে র্যাব-৩।
আজ দুপুরে র্যাব-৩ এর প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে সংবাদকর্মীদের সামনে এসকল তথ্য তুলে ধরেন র্যাব-৩ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফ।
তিনি আরো বলেন এসকল ছিনতাইকারী চক্রের বিরুদ্ধে আমাদের অভিযান পূর্বেও ছিল এবং আগামীতেও অব্যাহত থাকবে।