বৃহস্পতিবার, ০৭ জুলাই ২০২২, ০৭:০০ পূর্বাহ্ন
খবরের আলো :
আলী আফজাল আকাশ।
রোজ রবিবার ১৯ জুন ঢাকা মিরপুরের-১২ নম্বার সেকশন-ধ-ব্লকস্হ বাড়ি মালিকদের সংগঠন ধ-ব্লক জনকল্যাণ সমিতির নতুন কার্যালয়ের উদ্বোধন উপলক্ষে আজ ১৯/৬/২০২২ইং রোজ রবিবার বাদ আসর কার্যালয়ের সামনে এক দোয়ার আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতেই কোরআন তেলাওয়াত পাঠ করা হয়।
উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি বাইতুর রহমান জামে মসজিদ এর সম্মানিত সভাপতি জনাব শুক্কুর মাহমুদ,অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ধ-ব্লক জন কল্যাণ সমিতির সম্মানিত সভাপতি,দৈনিক খবরের আলো পত্রিকার সম্পাদক ও প্রকাশক এবং মিরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আলহাজ্ব আমিরুজ্জামান আমির।
উপস্থিত ছিলেন ধ-ব্লক জন কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক ফয়জুর রহমান মুক্তি, আরও উপস্থিত ছিলেন ধ-ব্লক জন কল্যাণ সমিতির উপদেষ্টা জনাব গোলাম মোস্তফা, উপদেষ্টা হারিছ চৌধুরী, উপদেষ্টা আব্দুস সালাম, উপদেষ্টা আব্দুর রহিম, উপদেষ্টা মাহবুবুর রহমান, সহ সংগঠনের অন্যান্য নেত্রী বৃন্দ।
উপস্থিত ছিলেন স্হানীয় গণ্যমান ব্যক্তিবর্গ ও অত্র এলাকার জনসাধারণ সহ যুবসমাজের প্রতিনিধিরা।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি জনাব গোলাম কাদের, এছাড়াও মিরপুর প্রেসক্লাবের বিভিন্ন নেত্রী বৃন্দ সহ বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের প্রধান বক্তা সংগঠনের সভাপতি বক্তব্যের শুরুতেই তাকে সভাপতি নির্বাচন করায় সংগঠনের সবাইকে ধন্যবাদ জানান। এবং তাকে দেওয়া গুরুদায়িত্ব অত্যন্ত নিষ্ঠার সহিত পালন করবেন বলে অঙ্গীকার করেন। সংগঠনের মাধ্যমে এলাকার পরিষ্কার পরিচ্ছন্নতা সন্ত্রাসী কর্মকাণ্ড কিশোর গ্যাং ও মাদক নির্মুলে প্রশাসনের সহিত একযোগে কাজ করার প্রত্যায় ব্যাক্ত করেন।
সর্বোপরি দোয়া শেষে ফিতা কেটে কার্যালয়ের উদ্বোধন ও তোবারক বিতরণের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মিরপুর প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান।