খবরের আলো :
নিজস্ব প্রতিবেদক:
সবুজ শাহরিয়ার, হরিণাকুন্ডু প্রতিনিধিঃ ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রুকাইয়া আক্তার (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছেন। সোমবার দুপুরের দিকে উপজেলার ভায়না গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশু ওই গ্রামের নাজমুল লস্করের মেয়ে।
নিহতের স্বজনরা জানান, দুপুরে শিশুটি নিজ বাড়ি ছাঁদের নিচের সিঁড়িতে খেলা করেছিলো। হঠাৎ বৈদ্যুতিক লাইনের ত্রুটির কারণে পুরো বিল্ডিং বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। সেখানে কর্তব্যরত পল্লী চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পল্লী চিকিৎসক আইয়ুব হোসেন জানান, বিদ্যুৎস্পৃষ্টে শিশুটি রক্তশূন্য হয়ে পড়ে। তিনি আসার আগে তার মৃত্যু হয়। হরিণাকুণ্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম, শিশুটির মৃত্যুর তথ্য নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।