বৃহস্পতিবার, ০৭ জুলাই ২০২২, ০৭:১৭ পূর্বাহ্ন
নাহিদ পারভেজ,
পল্লবীতে মাদক ,সন্ত্রাস, কিশোর গ্যাং ও জুয়ার, বিরুদ্ধে যুন্ধ ঘোষনা করেছেন পল্লবী থানার ওসি । থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. পারভেজ ইসলামের নেতৃত্বে মাদক ,সন্ত্রাস, কিশোর গ্যাং ও জুয়া, মুক্ত সুন্দর ওয়ার্ক করে থানা পুলিশ দায়িত্ব পালন করছে। মাদক ব্যবসায়ী,জুয়াড়ী ও মাদক সেবনকারীদের এ থানায় আর ঠাঁই নেই। এ ধরনের অপরাধীদের রুখতে তিনি একাধীকবার সাঁড়াশি অভিযান পরিচালনা করেছেন। ওসি পারভেজ ইসলাম এই থানায় যোগদানের পর থানার সব দিক ঘুরে দাঁড়িয়েছে। তিনি তার দায়িত্ব পালন করছেন সততা ও দক্ষতার সাথে।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সবচেয়ে গুরুত্বপূর্ণ বিভাগ মিরপুর। মিরপুরের মধ্যে অধিকতর গুরুত্বপূর্ণ হয়ে উঠছে পল্লবী থানা। এই থানা এলাকায় জনবসতি বেড়ে উঠায় অপরাধীদের বিচরণও বাড়ছে। অন্যান্য থানার চেয়ে আয়তনে ও জনসংখ্যায় বড়ো হলেও এলাকার নিরাপত্তা ও মাদকের জন্য গুরুত্বপূর্ণ ।
ওসি পারভেজ ইসলাম গত ২৭/০৫/২০২১ইং তারিখে পল্লবী থানায় যোগদান করার পর সর্বোচ্চ প্রধান্য দিয়ে মাদক বিরোধী অভিযান পরিচালনায়, ২০ কেজি ৮২৬ গ্রাম হেরোইন, ১,৩১,৯১২ পিচ বিভিন্ন কালারের ইয়াবা, ৪০৩ কেজি ৩৬৮ গ্রাম গাঁজা, ৬৮৪ বোতল ফেন্সিডিল, ২৪৯ বোতল চোলাই মদ, ৬০ টি বিয়ার উদ্ধারে ১৩৯১ জন আসামী গ্রেফতার পূর্বক ১২০৩ টি মাদক মামলা নথিভুক্ত করেন। এবং পল্লবী থানা এরিয়ায় অবস্থানরত, ৭ জন ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে ছিনতাইকারীকে তথ্য প্রযুক্তি ব্যাবহার করে গ্রেফতার, ২ টি হত্যা মামলার মূল হত্যাকারিসহ ১৩ জন আসামী গ্রেফতার। ১টি বিদেশি পিস্তল ও ১২ রাউন্ড গুলি সহ ১ জন গ্রেফতার করা হয়।
বিজ্ঞ আদালত হতে ৯০৪ টি জিআর, ৮৪৪ টি সিআর- ১৩৬ টি সাজা প্রাপ্ত ও ২৩১ টি সিআর সাজা প্রাপ্ত মোট ২১১৫ পরোয়ানা প্রাপ্ত হয়ে, ১২৩০ টি জিআর, ৮৭৮ টি সিআর ও জিআর সাজাপ্রাপ্ত ১৩৮ টি, সিআর সাজাপ্রাপ্ত ২৪০ টি মামলার পরোয়ানাসহ ২৪৮৬ টি পরোয়ানা পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করেন।
ওসি পারভেজ ইসলাম গত জুন ২০২১ হতে মে ২০২২ পর্যন্ত প্রতি মাসে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে নির্বাচিত হওয়ায় উপ-পুলিশ কমিশনার, মিরপুর বিভাগ ডিএমপি, মহোদয়ের নিকট থেকে ক্রেস্ট গ্রহন ও আগষ্ট/২০২১ এবং নভেম্বর /২০২১ এ ডিএমপি ৫০ টি থানার মধ্যে পল্লবী থানা শ্রেষ্ঠ থানা হিসেবে প্রাধান্য লাভ করেন।
ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি পারভেজ ইসলাম আরো জানান, আমার থানায় ৮৪ জন পুলিশ রয়েছে। আমরা পরিকল্পনা করে কাজ করার চেষ্টা করছি। তাতে সফলতাও আসছে এবং সামনের দিকেও অব্যাহত থাকবে।