রবিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২১, ০৭:০৬ পূর্বাহ্ন
খবরের আলো :
দক্ষিণ আফ্রিকার কিং শাকা আন্তর্জাতিক বিমানবন্দরে প্লেনের ইঞ্জিনে মৌমাছি ঢুকে পড়ে। এর ফলে তিনটি ফ্লাইট বিলম্বে ছাড়তে হয়। আর এ ঘটনায় রাষ্ট্র মালিকাধীন প্রতিষ্ঠানটির সুনাম ক্ষুণ্ন হয়।
দেশটির উপকূলীয় ডারবানের ওই বিমানবন্দরে ম্যাংগো এয়ারলাইন্সের প্লেনের ইঞ্জিনে মৌমাছি দেখতে পান বিমানের ক্রু’রা।
যাত্রীরা নিজ নিজ আসনে সিট বেল্ট বেঁধে নিয়েছেন। উড়ার জন্য প্রস্তুত প্লেনও। হঠাৎ দেখা গেল প্লেনের ইঞ্জিনে মৌমাছি।
পরে বিষয়টি বিমানবন্দর কর্তৃপক্ষকে জানানো হলে দ্রুত দুইজন ছুটে আসেন। পরে ইঞ্জিন থেকে মৌমাছি বের করা হয়। ইঞ্জিন থেকে মৌমাছি তাড়াতে প্রায় আধাঘণ্টা সময় লেগে যায়!