শনিবার, ০৬ মার্চ ২০২১, ০৮:১৮ অপরাহ্ন
খবরের আলো :
মিঠুন বসাক, সিরাজগঞ্জ প্রতিনিধি : র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-১২) অভিযানে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় অস্ত্র-গুলিসহ রেবা খাতুন ওরফে রেবা আলিম (৩৫) নামে এক নারী ইউপি সদস্য গ্রেফতার হয়েছে।
রেবা খাতুন উপজেলার ধুকুরিয়া বেড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সংরক্ষিত (১, ২ ও ৩ নম্বর) ওয়ার্ডের সদস্য এবং ওই গ্রামের আব্দুল আলীমের স্ত্রী।
রোববার (৩০ সেপ্টেম্বর) বিকেলে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে সিরাজগঞ্জ র্যাব-১২ ক্যাম্পের কমান্ডার মোঃ সাকিবুল ইসলাম খান জানান।
সাকিবুল ইসলাম খান বলেন , শনিবার (২৯ সেপ্টেম্বর) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ধুলদিয়ার গ্রামে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে রেবা খাতুনকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে একটি শুটার গান ও দুই রাউন্ড গুলি জব্দ করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে বেলকুচি থানায় মামলা দায়ের করা হয়েছে।