
হাসপাতালে বিয়ের ৪৮ ঘণ্টা পর স্বামীর মৃত্যু
অনলাইন ডেস্ক: হাসপাতালে অসুস্থ মাইক রেনল্ডস। পালমোনারি ফাইব্রোসিস নামের বিরল এক রোগে আক্রান্ত তিনি। ডাক্তার বলে দিয়েছেন, খুব বেশি হয়ে দুই-থেকে তিন দিন বাঁচবেন তিনি। এমন কথা শুনে পাশে বসে কাঁদছেন তার আট বছরের সঙ্গী লারা। অসুস্থ অবস্থায়, মাইককে বিয়ের প্রস্তাব দেন লারা। মাইক রাজি হয়ে যায়। অবশেষে, ২৭ সেপ্টেম্বর স্থানীয় দুপুর ২…