৫ই ফেব্রুয়ারি, ২০২৫

মাগুরা বিআরটিএর বিদায়ী পরিদর্শক সজীব সরকার এখন কোটি কোটি টাকার মালিক

মাগুরা বিআরটিএর বিদায়ী পরিদর্শক সজীব সরকার এখন কোটি কোটি টাকার মালিক
ছবি : খবরের আলো

ফিঙ্গারপ্রিন্ট, লার্নার, ফিটনেস আর ড্রাইভিং লাইসেন্স ও চোরাই গাড়ির রোড পার্মিট বিক্রি করে মাগুরা বিআরটিএর বিদায়ী মোটরযান পরিদর্শক সজীব সরকার কোটি কোটি টাকার মালিক। স্ত্রীসহ নামে বেনামে একাধিক ব্যাংক একাউন্ট, গোপালগঞ্জে আলিসান বাড়ী, ঢাকায় ফ্লাট।

তিনবছর মাগুরায় লুটপাট শেষে তার পছন্দের ঠিকানা সাতক্ষীরায় বদলী হতে বিআরটিএর সাবেক চেয়ারম্যান গৌতম বাবুর স্ত্রীর হাতে ৮ লাখ টাকা তুলে দিলেন ডিসি কোর্টের পিয়ন সবুজের মাধ্যমে। পরে আর ৭ লাখ।

সজীব সরকারের পাহাড়সম কালো টাকা এখন কোথায় কোন খাতে ব্যবহৃত হচ্ছে, দুূদক তার বিষয়ে কী ভাবছে তা জানতে আমাদের সাথেই থাকুন……

মন্তব্য করুন